কিন্তু একটা ক্ষোভ তাঁর রয়েই গিয়েছিল, পড়াশোনা শেষ করা হয়নি। ছোট ভাইও তাঁকে উৎসাহ দিতে থাকেন। মূলত তাঁর উৎসাহেই নতুন করে বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন দেখা শুরু করেন তিনি। প্রথমে প্রবাসী স্বামীর অনুমতি ছিল না। শেষ পর্যন্ত তাঁর অনুমতিও মেলে। ২০২১ সালে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনে ভর্তি হন জাকিয়া সুলতানা। ছোট্ট দুই মেয়ের একজন ফাইভে, অন্যজন প্লেতে পড়ে। নিজ প্রতিষ্ঠান চালিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়াটা তাঁর জন্য রীতিমতো লড়াইয়ের শামিল। সকাল আটটা থেকে শুরু হয় তাঁর কর্মজীবন, চলে রাত ১২টা পর্যন্ত। এর মধ্যেই বাচ্চাদের খাওয়াদাওয়া ও পড়াশোনারও খেয়াল রাখেন।
ছবি ক্যাপশন: ফ্যাশন ডিজাইনে পিএইচডি করার ইচ্ছা জাকিয়ার।