সংবাদ প্রতিদিন, ২ জানুয়ারি ২০২১
রাজধানীর উত্তরায় অবস্থিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টিদের সাথে মতবিনিময় করেছেন বিএনএস গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান, দৈনিক সংবাদ প্রতিদিনের প্রকাশক, দেশের বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও শিল্পোদ্যোক্তা এম.এন.এইচ. বুলু। গতকাল শনিবার সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য নাওয়ার লায়লা বুলু, ট্রাস্টি সদস্য রবিন খান, উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ সাহেদ, রেজিস্ট্রার আলতাফ হোসেন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডিরেক্টর অধ্যাপক হারাধন গাংগুলি, ফ্যাশন ইন ডিজাইন বিভাগের প্রধান মাহমুদা বেগম, গ্রন্থাগারিক ড. জিল্লুর রহমান প্রমুখ।
এ সময় বিএনএস গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান এম.এন.এইচ বুলু বলেন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের অসম্পন্ন কাজ রেখে গেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তাঁর অসম্পন্ন কাজ শেষ করার প্রত্যয় নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়টি দেশের এক নম্বর বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। তিনি আরো বলেন, এ বিশ্ববিদ্যালয়টি হবে মেধাবীদের বিশ্ববিদ্যালয়। আশা করছি এ বিশ্ববিদ্যালয়ের সুনাম দিনে দিনে সারাবিশ্বে ছড়িয়ে পড়বে।