রাজধানীর উত্তরায় প্রতিষ্ঠিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার মো. আলতাফ বিষয়টি নিশ্চিত করে জানান, শিক্ষা প্রতিষ্ঠানটি খোলার প্রস্তুতি সেরে রাখছেন তারা। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেই তারা শিক্ষা কার্যক্রম শুরু করবেন।
এ বিষয়ে সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খানের সভাপতিত্বে এক সমন্বয় সভার আয়োজন করা হয়।
সভায় ট্রাস্টি রবিন খান বলেন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন পরস্পরের সংযোগের মাধ্যমে নিজ নিজ শিল্পকর্ম বাস্তব উপযোগী করতে পারে সেভাবে পরিচালিত হবে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় গতানুগতিকের বাইরে গিয়ে, বিদ্বান ব্যক্তিদের অঙ্গীকার ও গভীর মনোনিবেশের মাধ্যমে পাঠক্রম সাজিয়ে শিক্ষাদানের চেষ্টা করবে। উল্লেখ্য রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।