রবিন খান রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা ভাষায় প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই’র অনুষ্ঠান পরিচালক। এছাড়া তিনি একাধারে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ (ডক্টরস ক্লিনিক) ও ডেন্টাল কলেজের পরিচালক, উত্তর জনপদের খ্যাতনামা রংপুর গ্রুপের অন্যতম পরিচালক, আনান প্যাক (বিডি) লিমিটেডের ভাইস-চেয়ারম্যান পাশাপাশি একজন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। নীল নাকফুল, শিউলির বিয়ে, অন্যমন, মতি মাস্টারের মেয়ে, ডেউয়া পোলাউ ডট কম, অজানা আতংকসহ তাঁর নির্মিত বহু নাটক আজও দর্শক নন্দিত।
তিনি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)-এর ধারাবাহিকভাবে টানা দুই মেয়াদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ পরিচালক সমিতি, বাংলাদেশ প্রযোজক সমিতি ও বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্য।
সমাজ সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা লাভ করেছেন । ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।