কেন সংগীত বিভাগ?

সংগীত বিষয়ে সম্যক জ্ঞানপ্রদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সৃজনশীল করে গড়ে তোলার উদ্দেশ্যে কোর্সগুলো সাজানো হয়েছে। সংগীতকে এখানে বিবেচনা করা হয়েছে সমাজ ও সংস্কৃতির বৃহত্তর পটভূমি ও প্রেক্ষাপটে।

কোর্সগুলোর উদ্দেশ্য

কোর্সগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা সংগীত বিষয়ে তাত্ত্বিক-জ্ঞান, ব্যাখ্যা-বিশ্লেষণ এবং সংগীতের ইতিহাস, ঐতিহ্য ও ক্রমবিকাশ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করবে। শিক্ষার্থীদেরকে সংগীত বিষয়ে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি সাহিত্য, ইতিহাস ইত্যাদি সম্পর্কেও পাঠদান করা হবে। এর মাধ্যমে তাদের মধ্য থেকে একই সঙ্গে সৃজনশীল কর্মজীবী জনশক্তি ও প্রতিভাবান সংগীতকার সৃষ্টি হবে।

শিক্ষা ও পরীক্ষা

সংগীত বিভাগের বি. এ. (সম্মান) পর্যায়ে শিক্ষা কার্যক্রম ৪ বছরের । প্রতি বর্ষে থাকবে ২টি সেমিস্টার। প্রতি সেমিস্টার শেষে শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তী সেমিস্টারে উত্তরণ ফলাফলের ওপর নির্ভর করবে।

শিক্ষার মাধ্যম

সংগীত বিভাগে মূলত বাংলা ভাষায় শিক্ষা প্রদান করা হবে।

শিক্ষা পদ্ধতি

  • ক্লাস লেকচার
  • অ্যাসাইনমেন্ট
  • অধ্যয়ন ও আলোচনা
  • সম্মিলিত পাঠ
  • ব্যবহারিক প্রয়োগ
  • প্রদর্শন।

মূল্যায়ন

  • কুইজ
  • মিডটার্ম পরীক্ষা (১-২টি)
  • চূড়ান্ত পরীক্ষা
  • ব্যবহারিক পরীক্ষা
  • নিয়মিত মূল্যায়ণকরণ
  • একক বা সম্মিলিত কর্ম পরিচালনা
  • প্রতিবেদন।

শিক্ষাগ্রহণের স্থানসমূহ

  • শ্রেণিকক্ষ
  • অনুশীলন কক্ষ
  • গ্রন্থাগার
  • মঞ্চ
  • পরিদর্শন।

ক্রেডিট ও সেমিস্টার

সংগীত বিভাগে স্নাতক পর্যায়ে মোট ক্রেডিট ১২৮। মোট কোর্স ৪১। এর মধ্যে ভাষা ও সাধারণ শিক্ষার কোর্স ৪টি [বাংলা, ইংরেজি, বাংলাদেশ অধ্যয়ন ও রবীন্দ্র অধ্যয়ন], কোর কোর্স ২৭টি ও অনুষঙ্গী কোর্স ১০টি। প্রতি ক্রেডিটের জন্য সপ্তাহে ১ ঘণ্টা ক্লাস (যেমন: ৩ ক্রেডিটের ১টি কোর্সে সপ্তাহে ৩ ঘণ্টা ক্লাস)। ৪ বছরে ৮টি সেমিস্টার [প্রতি সেমিস্টার = ৬ মাস]। প্রতি সেমিস্টারে মোট ১৫ সপ্তাহ ক্লাস হবে। মধ্যবর্তী সময়ে মিডটার্ম পরীক্ষা হবে। চূড়ান্ত পরীক্ষার আগে প্রস্তুতিমূলক-ছুটি এবং পরীক্ষার পরে সেমিস্টার-ছুটি থাকবে। পরবর্তী সেমিস্টারে ক্লাস শুরুর পূর্বেই চলমান সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হবে।

পাঠ্যক্রম [সারসংক্ষেপ]

  • রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লোক সংগীত, উচ্চাঙ্গ সংগীত ও পঞ্চকবির গান।
  • সংগীতের ইতিহাস ও বিভিন্ন প্রেক্ষাপট।
  • ব্যবহারিক ও অনুশীলন ক্লাস।
  • ঐচ্ছিক বিষয় হিসেবে সংস্কৃতি-চিন্তা, শব্দ বিজ্ঞান, নৃত্যকলা, নাটক প্রভৃতি অধ্যয়ন।

ভর্তির যোগ্যতা

সংগীত বিভাগে ভর্তির জন্য এসএসসি/O-Level এবং এইচএসসি/A-Level বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম GPA-2 থাকতে হবে।