জনাব সাইদুর রহমান সজল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রিয়াংকা গ্রুপের চেয়ারম্যান। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পথচলায় তিনি প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াংকা ফিল্ম ইনস্টিটিউট (প্রস্তাবিত), প্রিয়াংকা কালচারাল ইনস্টিটিউট, প্রিয়াংকা শুটিং জোন এবং প্রিয়াংকা অনলাইন স্টুডিও।
জনাব সাইদুর রহমান সজল একজন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, লেখক ও গীতিকার। তাঁর উল্লেখযোগ্য নির্মাণের মধ্যে রয়েছে রাত শেষের তারা (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র), তুমি আমার অহংকার (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র), কোন সীমানায় মুক্তি (মেগা সিরিয়াল), জীবন থেকে পাওয়া (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র) ও শক্তি থেকে মুক্তি (পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র)।
জনাব সাইদুর রহমান সজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সমাজসেবা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতস্বরূপ তিনি বাংলাদেশ সেনাবাহিনী সম্মাননা, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার্স অফ কমার্স সম্মাননা, ফিল্ম মুভমেন্ট সম্মাননা, পেন অ্যাওয়ার্ড, থিয়েটার পূণ্যভূমি সম্মাননা, ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্মাননা, আসাফোর সম্মাননা সহ বিভিন্ন সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
তিনি বিভিন্ন সময় কানাডা, ভারত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া সফর করেন। ব্যক্তিজীবনে তার সহধর্মিণী সেলিনা রহমান, একমাত্র পুত্র সৌরভ রহমান ও একমাত্র পুত্র শাতিলা রহমান।