ছবি ক্যাপশন: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় আয়োজিত অন্তর্জালিক অনুষ্ঠান ‘সীমার মাঝে অসীম তুমি…’ চ্যানেল আই অনলাইন এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ড-এর সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খান ।

 

(ঢাকা) ৮ই মে ২০২১, শনিবার: বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ভিন্নধারার শিক্ষালয় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় অন্তর্জালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম জন্মবার্ষিকী পালন করল। ‘সীমার মাঝে অসীম তুমি…’ শিরোনামের এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ডীন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ।

 

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, সকল সংগ্রামে রবীন্দ্রনাথ আমাদের সাহসের উৎস। তাঁর সাহস নিয়ে এগিয়ে যাক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।

 

রবীন্দ্রনাথের শিক্ষানীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. পবিত্র সরকার বলেন, ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে রবীন্দ্রনাথ একটি আনন্দময় দেশীয় শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন।

 

বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে এমন একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও আজকের এই আয়োজন আমাকে ভীষণ মুগ্ধ করেছে।

 

প্রখ্যাত সংগীত শিল্পী ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ডীন রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, রবীন্দ্র শিক্ষাদর্শনে দীক্ষিত করে সোনার মানুষ গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন এখন বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের এই আয়োজন তারই সাক্ষ্য বহন করে। তিনি অনুষ্ঠানে একটি সংগীতও পরিবেশন করেন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন আমরা রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনে সঞ্জীবিত হয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিকল্পনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরামর্শক মোস্তফা কামাল মল্লিক এবং  জনসংযোগ কর্মকর্তা  সাদিয়া সুলতানা শিমুল।

 

সংক্ষেপে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়:

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় অঙ্গনে একটি ভিন্নধারার শিক্ষালয়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) দ্বারা অনুমোদিত। প্রয়াত জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের অনুপ্রেরণাকে পাথেয় করে সংগীত, নাট্যকলা, ফ্যাশন ডিজাইন ও বিবিএ নিয়ে এই  বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন বিভাগে রয়েছে সমৃদ্ধ সুইয়িং ল্যাব, প্যাটার্ন ল্যাব ও ই-ফ্যাশন ল্যাব। নানারকম বাদ্যযন্ত্র ও নাট্যসামগ্রীর সমন্বয়ে সুবিন্যাস্ত সংগীত ও নাট্যকলা বিভাগের অনুশীলন কক্ষ। বিবিএ-সহ প্রতিটি বিভাগে রয়েছে মাল্টিমিডিয়া সুবিধার আলোকোজ্জ্বল শ্রেণিকক্ষ। সমৃদ্ধ গ্রন্থাগার, প্রতিটি বিষয়ের প্রয়োজনীয় রেফারেন্স বই  নিয়ে সজ্জিত। গ্রন্থাগারে রয়েছে বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রহ নিয়ে পৃথক বঙ্গবন্ধু কর্ণার। এছাড়া রয়েছে দৃষ্টিনন্দন মঞ্চের আধুনিক মিলনায়তন, রুফটপ ক্যাফেটেরিয়া উত্তরায়ন। বিস্তারিত জানতে ভিজিট করুন: ভিজিট করুন: bn.tuca.edu.bd

 

মিডিয়া অনুসন্ধানের জন্য যোগাযোগ: