ফ্যাশন ডিজাইন বিভাগ

কেন ফ্যাশন ডিজাইন বিভাগ?

ফ্যাশনের সঠিক ও বাস্তবভিত্তিক জ্ঞান ও শিক্ষা এখন সময়ের দাবি। শিক্ষার্থীদেরকে ফ্যাশন সম্পর্কে যথাযথ জ্ঞান প্রদানের মাধ্যমে দেশে ফ্যাশন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন বিভাগের যাত্রা। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ফ্যাশন বিভাগের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে কোর্সগুলো সাজানো হয়েছে।

কোর্সগুলোর উদ্দেশ্য

ফ্যাশন ডিজাইনের কোর্সগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন একজন শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে সুপ্রতিষ্ঠিত হতে পারে। বিশেষত, বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদার কথা এখানে বিবেচনায় রাখা হয়েছে। প্রতিটি কোর্সে গার্মেন্টস ও ফ্যাশন বিষয়ক ইতিহাস, তার ব্যাখ্যা, বর্তমান ফ্যাশন প্রবণতা তৈরি, মাকেটিং, চাকুরির সুযোগ ও ব্যবসায়িক কাজের সুবিধার কথা বিবেচনা রেখে ব্যবহারিক ও তাত্ত্বিক শিক্ষা প্রদান করা হবে। এর ফলে সকল স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থী প্রাপ্ত শিক্ষাকে কাজে লাগিয়ে ফ্যাশন সচেতনতার মাধ্যমে নিজেকে ও দেশকে সমৃদ্ধ করতে পারবে।

শিক্ষার মাধ্যম

ফ্যাশন ডিজাইন বিভাগে শিক্ষাদানের মাধ্যম বাংলা ও ইংরেজি। বৈশ্বিক ফ্যাশন অধ্যয়নে ইংরেজি ভাষার প্রাথমিক ও সহায়ক গ্রন্থের পাঠ ও পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে।

শিক্ষা ও পরীক্ষা

ফ্যাশন ডিজাইন বিভাগের বি. এ. (সম্মান) পর্যায়ে শিক্ষা কার্যক্রম ৪ বছরের। প্রতি বর্ষে ২টি সেমিস্টার। প্রতি সেমিস্টারে শিক্ষার্থীকে পরীক্ষা [তাত্ত্বিক ও ব্যবহারিক] ও অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তী সেমিস্টারে উত্তরণ ফলাফলের ওপর নির্ভর করবে।

শিক্ষাপদ্ধতি

  • ক্লাস লেকচার
  • অ্যাসাইনমেন্ট
  • অধ্যয়ন ও আলোচনা
  • সম্মিলিতপাঠ
  • ব্যবহারিক প্রয়োগ
  • ক্ষেত্রসমীক্ষা এবং বিশেষায়িত জ্ঞানের আদান প্রদান
  • ফ্যাশন শো।

মূল্যায়ন

  • কুইজ
  • মিডটার্ম পরীক্ষা (১-২টি)
  • চূড়ান্ত পরীক্ষা
  • ব্যবহারিক পরীক্ষা
  • নিয়মিত মূল্যায়ণকরণ
  • একক বা সম্মিলিত কর্ম-পরিচালনা
  • প্রতিবেদন।

শিক্ষাগ্রহণের স্থানসমূহ

  • শ্রেণিকক্ষ
  • ল্যাবরেটরি [সুইয়িং ল্যাব, প্যাটার্ন ল্যাব, ড্র্যাপিং ল্যাব, ই-ফ্যাশন ল্যাব]
  • গ্রন্থাগার
  • মঞ্চ
  • ফ্যাশন/গার্মেন্টস সংশ্লিষ্ট পরিদর্শন।

ক্রেডিট, কোর্স ও সেমিস্টার

ফ্যাশন বিভাগে স্নাতক পর্যায়ে মোট ক্রেডিট ১৪৬। মোট কোর্স ৫৫। এর মধ্যে ভাষা ও সাধারণ শিক্ষার কোর্স ৪টি [বাংলা, ইংরেজি, বাংলাদেশ অধ্যয়ন ও রবীন্দ্র অধ্যয়ন], কোর কোর্স ৪৭টি ও অনুষঙ্গী কোর্স ৪টি। চূড়ান্ত সেমিস্টারে অন্তর্ভুক্ত রয়েছে ইন্টার্নশিপ, পোর্টফোলিও ও ড্রেস প্রেজেন্টেশন। প্রতি ক্রেডিটের জন্য প্রতিসপ্তাহে ১ ঘণ্টা ক্লাস [যেমন: ৩ ক্রেডিটের ১টি কোর্সে সপ্তাহে ৩ ঘণ্টা ক্লাস]। ৪ বছরে ৮টি সেমিস্টার [প্রতি সেমিস্টার = ৬ মাস]। মোট ১৫ সপ্তাহ ক্লাস হবে। মধ্যবর্তী সময়ে মিডটার্ম পরীক্ষা। চূড়ান্ত পরীক্ষার আগে প্রস্তুতিমূলক-ছুটি এবং পরীক্ষার পরে সেমিস্টার-ছুটি থাকবে। পরবর্তী সেমিস্টারে ক্লাস শুরুর পূর্বেই চলমান সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হবে।

পাঠক্রম [সারসংক্ষেপ]

  • ফ্যাশনবিশ্বের বিভিন্ন ধারার বিকাশ সম্পর্কে জ্ঞান [ব্যবহারিক ও লেকচারের মাধ্যম]।
  • ফ্যাশনের অতীত ও বর্তমান ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা এবং ভবিষ্যৎ ফ্যাশন নিয়ে গবেষণা।
  • অনুষঙ্গী [ক্রেডিট কোস] বিষয় হিসেবে সমাজবিজ্ঞান, বাণিজ্য প্রভৃতি অধ্যয়ন।
  • বিভিন্ন ফ্যাশন শিল্প ও স্থাপনায় ইন্টার্নি ও ক্লাস।

ভর্তির যোগ্যতা

ফ্যাশন ডিজাইন বিভাগে ভর্তির জন্য এসএসসি/O-Level এবং এইচএসসি/A-Level বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম GPA-2 থাকতে হবে।