বৃত্তি ও অন্যান্য আর্থিক সুবিধা

প্রতি সেমিস্টারে শতকরা জন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শতকরা জন প্রত্যন্ত অনুন্নত অঞ্চলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে কোর্স ফিসহ অন্যান্য ফিতে শতভাগ ছাড় প্রদান করা হবে। এছাড়াও অন্যান্য ছাড়সমূহ নিম্নরূপ

 

  • এই্চএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ   (চতুর্থ বিষয় ছাড়া) প্রাপ্তরা কোর্স ফি তে ৫০% ছাড় পাবেন।
  • এই্চএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ (চতুর্থ বিষয়সহ) প্রাপ্তরা কোর্স ফি তে ২৫% ছাড় পাবেন।
  • এসএসসি এই্চএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ .৫০.৯৯ প্রাপ্তরা কোর্স ফি তে ২০% ছাড় পাবেন।
  • এসএসসি এই্চএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ .০০.৫৯ প্রাপ্তরা কোর্স ফি তে ১৫% ছাড় পাবেন।
  • এসএসসি এই্চএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ .৫০.৯৯ প্রাপ্তরা কোর্স ফি তে ১০ছাড় পাবেন।

 

এছাড়াও নিম্নোক্ত ছাড় প্রদান করা হবে

  • স্বামীস্ত্রী সহোদরসহোদরার ক্ষেত্রে যেকোনো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকলে অন্যজন কোর্স ফিতে ৩০% ছাড় পাবেন।
  • নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে কোর্স ফি তে ১০% ছাড় প্রদান করা হবে।

 

বৃত্তি: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ভালো ফলকারীদের জন্য বহুসংখ্যক বৃত্তির ব্যবস্থা রয়েছে। দরিদ্র মেধাবীদের জন্যও নানা বৃত্তি আছে।