গতকাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খানের হাতে ইউজিসি থেকে প্রাপ্ত শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদনপত্র তুলে দেন উপাচার্য ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ।

শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়

(ঢাকা) ০৫ এপ্রিল ২০২১ সোমবার: রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শনে সঞ্জীবিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পেয়েছে। বাংলাদেশের ভিন্নধারার এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই সংগীত, নাট্যকলা, ফ্যাশন ডিজাইন এবং ব্যবসায় প্রশাসন বিভাগে ভর্তি শুরু হবে।

অনুমোদন প্রাপ্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমন্বয়কারী ট্রাস্টি রবিন খান বলেন যে, আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নিকট কৃতজ্ঞ। এই বিশ্ববিদ্যালয় যাতে এদেশের সংস্কৃতিবান শিক্ষানুরাগীদের প্রত্যাশা পূরণ করতে পারে সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।

উল্লেখ্য যে, এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা সদ্যপ্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম এবং খ্যাতনামা শিল্পী অধ্যাপক রেজওয়ানা চৌধুরী বন্যা।

 

ছবি ক্যাপশন: উত্তরায় ১২ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
ছবি ক্যাপশন: উত্তরায় ১২ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি আমাদের পাথেয়। আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেও এখানে নানা ধরনের উদ্ভাবনী পদ্ধতির সংযোজন করা হবে, যাতে শিক্ষাপ্রণালি আনন্দদায়ক হয় এবং উচ্চশিক্ষা উৎকর্ষসাধনের বাহন হয়।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য +৮৮ ০১৩২৩৭২৮৮৮১ এই নম্বরে যোগাযোগ করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন: bn.tuca.edu.bd এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, লিংকডইন ও টুইটার অনুসরণ করুন।

গণমাধ্যম অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন

  • মোস্তফা মল্লিক | ইমেইল: [email protected] | মোবাইল: +৮৮ ০১৭৪১১১৫৮৮৩

 

Share:

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on pinterest
Pinterest
Share on linkedin
LinkedIn