ছবি ক্যাপশন: পতাকা উত্তোলনের মাধ্যমে আলপনা কর্মসূচি উদ্বোধন করেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমম্বয়কারী ট্রাস্টি রবিন খান। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, রেজিস্ট্রার মো. আলতাফ হোসেন ও একাডেমিক ডিরেক্টর হারাধন গাঙ্গুলী।
(ঢাকা) ১৬ই ডিসেম্বর ২০২১: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এবারের বিজয়ের মাস বাঙালি জাতির কাছে আরও তাৎপর্যপূর্ণ। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন উত্তরার কদম চত্ত্বরে আনুমানিক ৩০০ মিটার রাস্তায় ‘আলপনায় আঁকি বিজয়ের ক্যানভাস’ কর্মসূচি পালন করে। বিশ্ববিদ্যালয়ের সংগীত, নাট্যকলা, ফ্যাশন ডিজাইন ও নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। আলপনা অঙ্কনকালে শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ও সমম্বয়কারী ট্রাস্টি রবিন খান পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর মধ্যে দিয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী কর্মসূচির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ, রেজিস্ট্রার মো. আলতাফ হোসেন ও একাডেমিক ডিরেক্টর হারাধন গাঙ্গুলী, বিভাগীয় প্রধানগণসহ শিক্ষকগণ ও কর্মকর্তারা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে:
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ভিন্নধারার বিশ্ববিদ্যালয়। মনন ও দর্শনের বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র। সমাজ-উন্নয়ন, শিক্ষাচিন্তা, ব্যবস্থাপনা-ভাবনা, সংস্কৃতিচর্চা ও নানা সৃজনশীল কর্মে নোবেলবিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনদৃষ্টি আমাদের পাথেয়। আনুষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রেও এখানে নানা ধরনের উদ্ভাবনী পদ্ধতির সংযোজন করা হবে, যাতে শিক্ষাপ্রণালি আনন্দদায়ক হয় এবং উচ্চশিক্ষা উৎকর্ষসাধনের বাহন হয়।
বিস্তারিত জানতে ভিজিট করুন: bn.tuca.edu.bd এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক, লিংকডইন ও টুইটার অনুসরণ করুন।
গণমাধ্যম অনুসন্ধানের জন্য যোগাযোগ করুন:
- শুভজিত দাস | ইমেইল: [email protected] | মোবাইল: +৮৮ ০১৭১৭২৪০০৭৪