ব্যবসায় প্রশাসন

কেন ব্যবসায় প্রশাসন বিভাগ?

বিশ্বায়ন এবং ব্যবসা সমন্বয়করণের এই যুগে বিবিএ ডিগ্রি বাণিজ্য জগতে অত্যাবশ্যকীয় যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে। রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে স্নাতক ডিগ্রি শিক্ষার্থীদের চাকুরির সংস্থানের যোগ্য করার পাশাপাশি অধিকতর জ্ঞানসম্পন্ন করে তুলবে। শিক্ষার্থীরা এখানে পাঠগ্রহণের মধ্য দিয়ে ব্যবসায় প্রশাসনকে সমাজ ও অর্থনীতির বৃহত্তর প্রেক্ষাপটে অনুধাবন করতে পারবে। বিবিএ-র কোর্সগুলো কেবল তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নয়; বরং তত্ত্ব এবং প্রয়োগ উভয়ের সমন্বয়ে প্রস্তুত, যা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে সহায়তার মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জনের নতুন দ্বার উন্মোচন করবে।

কোর্সগুলোর উদ্দেশ্য

কোর্সের সামগ্রিক উদ্দেশ্য শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা, ব্যক্তিত্বের বিকাশ এবং ব্যবস্থাপনাগত দক্ষতার উন্নয়ন এমনভাবে ঘটানো যেন তারা সরকারি সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, কনসালটেন্সি ফার্ম এবং অন্যান্য সংস্থায় দায়িত্ব পালনে উপযুক্ত হয়। পাশাপাশি এই স্নাতকেরা নিজস্ব ব্যবসা শুরু করার মতো আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এই বিবিএ ডিগ্রি শিক্ষার্থীদের এমবিএ-সহ উচ্চতর ডিগ্রি অর্জনেও অনুপ্রাণিত করে যা ব্যবসায় অংশীদার হওয়ার পাশাপাশি আত্মকর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করছে।

শিক্ষার মাধ্যম

ব্যবসায় প্রশাসন বিভাগে মূলত ইংরেজি ভাষায় শিক্ষাপ্রদান করা হবে।

শিক্ষা ও পরীক্ষা পদ্ধতি

বিবিএ [সম্মান] পর্যায়ে শিক্ষা কার্যক্রম ৪ বছরের। প্রতি বর্ষে থাকবে ২টি সেমিস্টার। প্রতি সেমিস্টার শেষে শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরবর্তী সেমিস্টারে উত্তরণ ফলাফলের ওপর নির্ভর করবে।।

শিক্ষা পদ্ধতি

  • ক্লাস লেকচার
  • অনুশীলনী ক্লাস
  • অ্যাসাইনমেন্ট
  • অধ্যয়ন ও আলোচনা
  • সম্মিলিত অনুশীলন ও উপস্থাপনা
  • প্রকল্প
  • কেস স্টাডি
  • প্রদর্শন
  • ব্যবহারিক প্রয়োগ
  • অনলাইন গবেষণা
  • শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন।

মূল্যায়ন

  • কুইজ
  • মিডটার্ম পরীক্ষা [১-২টি]
  • চূড়ান্ত পরীক্ষা
  • নিয়মিত মূল্যায়নকরণ
  • একক বা সম্মিলিত কর্মপরিচালনা
  • শ্রেণি উপস্থাপনা
  • হোমওয়ার্ক
  • সাক্ষাৎকার
  • একক বা সম্মিলিত অ্যাসাইনমেন্ট
  • ইভেন্ট প্ল্যানিং
  • প্রকল্প এবং উপস্থাপনা
  • প্রতিবেদন।

শিক্ষাগ্রহণের স্থানসমূহ

  • শ্রেণিকক্ষ
  • রিসোর্স সেন্টার
  • গবেষণাগার
  • গ্রন্থাগার
  • অনলাইন গবেষণা
  • সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

ক্রেডিট, কোর্স ও সেমিস্টার

ব্যবসায় প্রশাসনে স্নাতক পর্যায়ে মোট ক্রেডিট ১৫৬। মোট কোর্স ৪৫। এর মধ্যে ভাষা ও সাধারণ শিক্ষার কোর্স ৪টি [বাংলা, ইংরেজি, বাংলাদেশ অধ্যয়ন ও রবীন্দ্র অধ্যয়ন], কোর কোর্স ৩৭টি ও অনুষঙ্গী কোর্স ৪টি। চূড়ান্ত সেমিস্টারে অন্তর্ভুক্ত রয়েছে ব্যবসা স্থাপনা পরিদর্শন ও ইন্টার্নশিপ/গবেষণাপত্র। প্রতি ক্রেডিটের জন্য প্রতিসপ্তাহে ১ ঘণ্টা ক্লাস [যেমন: ৩ ক্রেডিটের ১টি কোর্সে সপ্তাহে ৩ ঘণ্টা ক্লাস]। ৪ বছরে ৮টি সেমিস্টার [প্রতি সেমিস্টার = ৬ মাস]। মোট ১৫ সপ্তাহ ক্লাস হবে। মধ্যবর্তী সময়ে মিডটার্ম পরীক্ষা। চূড়ান্ত পরীক্ষার আগে প্রস্তুতিমূলক-ছুটি এবং পরীক্ষার পরে সেমিস্টার-ছুটি থাকবে। পরবর্তী সেমিস্টারে ক্লাস শুরুর পূর্বেই চলমান সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হবে।

পাঠক্রম [সারসংক্ষেপ]

ফান্ডামেন্টালস অফ একাউন্টিং, ম্যানেজেরিয়াল একাউন্টিং, ম্যানেজেরিয়াল ফাইন্যান্স, কর্পোরেট ফাইন্যান্স, মার্কেটিং ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল মার্কেটিং, ম্যানেজমেন্ট প্রিন্সিপালস, ম্যানেজমেন্ট থট ইত্যাদি। হিস্টরি অফ বিজনেজ স্টাডিজ এন্ড ইটস টাইমলাইন। বিজনেস ম্যাথমেটিকস, বিজনেস স্ট্যাটিসটিকস এন্ড বিজনেস কমিউনিকেশন। অনুষঙ্গী [ক্রেডিট কোর্স] বিষয় হিসেবে অর্থনীতি, কম্পিউটার, এনভাইরনমেন্ট, সোশিওলজি এন্ডসাইকোলজি প্রভৃতি অধ্যয়ন।

ভর্তির যোগ্যতা

  • এসএসসি ও এইচএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার প্রতিটি পর্যায়ে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ অথবা সমমানের গ্রেড থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকলে উভয় পরীক্ষায় অবশ্যই মোট জিপিএ অন্যূন ৬.০০ থাকতে হবে।
  • ও লেভেল (O-Level) পরীক্ষায় ন্যূনতম পাঁচটি বিষয় (Subject) এবং এ লেভেল (A- Level) পরীক্ষায় ন্যূনতম দুটি বিষয় (Subject) অবশ্যই থাকতে হবে। উক্ত দুটি পরীক্ষায় অন্যূন সাতটি বিষয়ের মধ্যে চারটিতেবি গ্রেড বা জিপিএ ৪.০০ এবং বাকি তিনটি বিষয়ে সি গ্রেড বা জিপিএ ৩.৫০ অবশ্যই থাকতে হবে।
  • মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় মোট জিপিএ ৫.০০ থাকতে হবে